অনেকদিন ধরেই অনেক কিছু লিখব ভাবছি, কিন্তু ভাবাই সার হচ্ছে, লেখা আর হচ্ছে না। আসলে গত কয়েক বছরে এতকিছু এত দ্রুত গতিতে ঘটে গেছে যে নিজেকে পরিস্থিতির সাথে সামলে নিয়ে সেগুলো আর গুছিয়ে লিখে ওঠার মত সময় পাইনি।
জীবন পালটাচ্ছে। পালটাচ্ছে আশেপাশের সবকিছুই তা সে মানুষই হোক বা জিনিস। যে মানুষগুলো খুব কাছের ছিল, হঠাৎ করেই আজ অনেক দূরে চলে গেছে। চেষ্টা করলেও আজ তাদের ছায়াটুকু দেখা যায় না, স্মৃতিমন্থনে উঠে আসে শুধুই তিক্ততা, অথচ এরাই একসময় বেঁচে থাকার অবলম্বন ছিল। এতদিন যে কাজগুলো খুব উৎসাহ সহকারে করতাম, আজ তা বড়ই একঘেঁয়ে লাগে। যে গান এতদিন মন ভালো করে দিত, আজ সেগুলো কিরকম যেন কাঁদিয়ে তোলে। নিজের বাড়ি্র প্রতিটা কোণ বা নিজের পাড়ার রাস্তাঘাট, সব কেমন যেন তারা করে বেড়ায় আজকাল। খুব প্রিয় জিনিসগুলোও ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠছে। আজ সকালে যখন চারুলতা (আমার বিড়াল ছানা) চলে গেল আমাকে ছেড়ে, সেই মূহুর্তে একবারের জন্য মনে হয়েছিল ঠিকই যে আরও একবার একলা হয়ে গেলাম, কিন্তু আজ আর অত কষ্ট হল না ওকে শেষবারের মত আদর করতে। ইদানিং দেখি অনেককিছুই আর তেমন করে নাড়া দেয় না আমাকে। জীবনের সাথে সাথে আমিও কী পালটে যাচ্ছি তবে? নাকি আর পাঁচজন প্রাপ্তবয়স্কদের মত এই পরিবর্তনকে মেনে নিতে শিখছি? জানিনা এই পরিবর্তন ভালোর জন্য নাকি আগামী দিনে আরও মর্মান্তিক কিছু অপেক্ষা করে আছে আমার জন্য - তবে আপাতত জীবনের তালে তাল মিলিয়ে চলা ছাড়া আর কোনও উপায়ই চোখে পড়ছে না।
15/09/2013
Kolkata