Sunday, September 15, 2013

অনেকদিন ধরেই অনেক কিছু লিখব ভাবছি, কিন্তু ভাবাই সার হচ্ছে, লেখা আর হচ্ছে না। আসলে গত কয়েক বছরে এতকিছু এত দ্রুত গতিতে ঘটে গেছে যে নিজেকে পরিস্থিতির সাথে সামলে নিয়ে সেগুলো আর গুছিয়ে লিখে ওঠার মত সময় পাইনি।

জীবন পালটাচ্ছে। পালটাচ্ছে আশেপাশের সবকিছুই তা সে মানুষই হোক বা জিনিস। যে মানুষগুলো খুব কাছের ছিল, হঠাৎ করেই আজ অনেক দূরে চলে গেছে। চেষ্টা করলেও আজ তাদের ছায়াটুকু দেখা যায় না, স্মৃতিমন্থনে উঠে আসে শুধুই তিক্ততা, অথচ এরাই একসময় বেঁচে থাকার অবলম্বন ছিল। এতদিন যে কাজগুলো খুব উৎসাহ সহকারে করতাম, আজ তা বড়ই একঘেঁয়ে লাগে। যে গান এতদিন মন ভালো করে দিত, আজ সেগুলো কিরকম যেন কাঁদিয়ে তোলে। নিজের বাড়ি্র প্রতিটা কোণ বা নিজের পাড়ার রাস্তাঘাট, সব কেমন যেন তারা করে বেড়ায় আজকাল। খুব প্রিয় জিনিসগুলোও ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠছে। আজ সকালে যখন চারুলতা (আমার বিড়াল ছানা) চলে গেল আমাকে ছেড়ে, সেই মূহুর্তে একবারের জন্য মনে হয়েছিল ঠিকই যে আরও একবার একলা হয়ে গেলাম, কিন্তু আজ আর অত কষ্ট হল না ওকে শেষবারের মত আদর করতে। ইদানিং দেখি অনেককিছুই আর তেমন করে নাড়া দেয় না আমাকে। জীবনের সাথে সাথে আমিও কী পালটে যাচ্ছি তবে? নাকি আর পাঁচজন প্রাপ্তবয়স্কদের মত এই পরিবর্তনকে মেনে নিতে শিখছি? জানিনা এই পরিবর্তন ভালোর জন্য নাকি আগামী দিনে আরও মর্মান্তিক কিছু অপেক্ষা করে আছে আমার জন্য - তবে আপাতত জীবনের তালে তাল মিলিয়ে চলা ছাড়া আর কোনও উপায়ই চোখে পড়ছে না।

iDreamatic
15/09/2013
Kolkata

Thursday, March 1, 2012

দিনের শেষের কিছুটা সময় আমি এভাবেই কাটাই। এভাবেই শব্দেরা এসে আমার পাতায় ভিড় করে, এভাবেই ভাবনারা আমায় ভাবিয়ে তোলে; এভাবেই আমি আমার দৈনন্দিন জীবন কোনো হিসাব ছাড়াই স্মৃতির মনিকোঠায় তুলে রাখি। শুধু আমি কেন, আমার মত আরও অনেকেই আছে যাদের দিনগুলোও ঠিক এভাবেই কাটে। ভাবো তো, যদি আমারা আমাদের এই ভাবনাগুলোকে কলমবন্দী করতে পারতাম? পারতাম না সবাইকে আমারা আমাদের টুকরো জীবনের ছবির কোলাজ পাঠাতে? পারতাম না বেহিসাবী সময়কে 'ক্রিস্টাল ডিসপ্লে' তে ধরে রাখতে?
 
দিননামচা আমাদের রোজকার সেই টুকরো সময়গুলোর প্রতিফলন, আমাদের মনের আয়না, আমাদের ভাবনার কোলাজ যা ধরে রাখে আমাদের নিজেদের মনের ছবি, টুকরো কথার বর্ণমালা, ভীষণ ভালোলাগার মুহূর্তগুলো বা এমন কিছু কারণ যা আমাদের কাঁদিয়ে তোলে। হয়তো আমার মত আরও অনেকেরই ছন্দ আসেনা, আমরা আমাদের মনের কথা কবিদের মত, লেখকদের মত, আবৃত্তিকার দের মত গুছিয়ে লিখতে বা বলতে পারিনা, কিন্তু এই আমাদের মনের কথা যখন মনের থেকে বর্ণে, শব্দে, বাক্যে সকলের সামনে আসে, তখন তাই হয়ে ওঠে আমাদের কবিতা, গল্প, প্রবন্ধ বা রচনা দিননামচা এভাবেই হয়ে ওঠে আমাদের কবিতার রোজনামচা, মনের মহাকাব্য, বর্ণমালার পাঁচিলে রোজ ফুটে ওঠা বুনো ফুলের লতা
 
তাই দিননামচা হলো এমন একটি প্রয়াস যা দেশ-কাল-সীমান্তের বাঁধা টপকে আমাদের মনের কথা টাঙিয়ে দেয় সাহিত্যের দেওয়ালে দিননামচা আমাদের একান্তই নিজস্ব ডায়েরি, দিনের শেষে যাকে আমরা আমাদের সব কথা বলতে পারি - আমাদের একান্তই কাছের সাদা পাতা, যাতে ধরা দেয় আমাদের সকলের মনের বর্ণমালা।


লেখা পাঠাতে আমাদের ই-মেল কর dinnamcha@gmail.com -এ আর আমরা তুলে ধরব সেই লেখা (অবশ্যই লেখক/লেখিকার নামসহ) আমাদের এই প্রিয় পাতায়। অপেক্ষায় রইলাম বন্ধুরা ..... !!!


[At the end of the day, just like me, many of us spend some time trying to render our thoughts and experiences into words. What if we indulge this hobby of ours and share a common page where we can create some collages of our ‘day-to-day life’ and thoughts? 

Here we present a platform called “Dinnamcha” where we can jot down our thoughts about life and its surroundings. This place can be a mirror of our mind, a reflection of our point of views, an image of those beautiful moments that make us smile or a partner of our broken heart.  We may not as good in arranging words as the professionals but we can be the authors of our own prose and poetries with our own words in our own style. 

Its not a so called blog nor a place to upload good literature. Its our own diary, our own page where we are allowed to share whatever our mind wants to speak, whatever our pen wants to write.

Lets write something here regularly and make this attempt successful. To send us your write-ups, mail us at dinnamcha@gmail.com and we'll share it with your name on this platform.]